Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ২৯ ১৪৩১, বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪

যশোর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকারী দুই কিশোরীসহ আটক তিন

কাজী রকিবুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৪৮, ১৩ নভেম্বর ২০২৪

প্রিন্ট:

যশোর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকারী দুই কিশোরীসহ আটক তিন

ছবি- সংগৃহীত

যশোরের শার্শা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে তিন বাংলাদেশী নারীকে আটক করা হয়েছে। এ সময় পাচারকারি দলের সদস্যরা পালিয়ে যায়।

বুধবার ভোরে যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত থেকে তাদেরকে আটক করা হয় বলে জানান খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের রুদ্রপুর বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার রবিউজ্জামান।

আটকরা হলেন,কক্সবাজার জেলার কুতুবদিয়া থানার আব্দুল হাদী এলাকার মৃত আলম হাওলাদারের মেয়ে শারমিন আক্তার (৫৩), কামরুল হাসানের মেয়ে সানজিদা আক্তার (১৫) ও তানজিলা আক্তার (১৬)।

রবিউজজামান বলেন,'কয়েকজন নারী-পুরুষ অবৈধভাবে ভারতে যাওয়ার জন্য সীমান্তে অবস্থান করছে' গোপন এমন সংবাদে বিজিবির একটি টহলদল সীমান্তের শুন্যরেখা থেকে   বাংলাদেশের অভ্যন্তরে মাঠের পানির একটি ডিপ মেশিন ঘর থেকে তিনজনকে আটক করা হয়।এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারিরা পালিয়ে যায়।

তিনি বলেন,আটকদের জিজ্ঞাসাবাদে তারা জানায় ভালো কাজের আশায় তারা ভারতে যাচ্ছিল। আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছেআছেনিউজের 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer