Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪

স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ দাবিতে পঙ্গু হাসপাতালের সামনে আহতদের বিক্ষোভ চলছেই

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:১৫, ১৩ নভেম্বর ২০২৪

আপডেট: ২৩:৩০, ১৩ নভেম্বর ২০২৪

প্রিন্ট:

স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ দাবিতে পঙ্গু হাসপাতালের সামনে আহতদের বিক্ষোভ চলছেই

ছবি- সংগৃহীত

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের পদত্যাগের দাবিতে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) সামনে বিক্ষোভ করছেন জুলাই-আগস্ট আন্দোলনে আহত ব্যক্তিরা। 

বুধবার ১১টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত পঙ্গু হাসপাতালের সামনের রাস্তায় বসে স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগের দাবিতে স্লোগান দিচ্ছেন তাঁরা।

আহত ব্যক্তিরা বলছেন, স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ করতে হবে। দাবি না মানা পর্যন্ত রাস্তা ছাড়বেন না তাঁরা। অন্য উপদেষ্টারা গেলে তাঁদের সামনে দাবি দাওয়া তুলে ধরবেন।

আহত ব্যক্তিরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করায় আগারগাঁও থেকে শ্যামলী সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে ওই এলাকায় যানজট তৈরি হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer