Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ৩০ ১৪৩১, সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪

ধানমন্ডিতে প্রবাসী চিকিৎসক খুন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৫২, ১৫ নভেম্বর ২০২৪

প্রিন্ট:

ধানমন্ডিতে প্রবাসী চিকিৎসক খুন

ফাইল ছবি

দুর্বৃত্তের আঘাতে খুন হলেন একেএম আব্দুর রশিদ নামে এক প্রবাসী চিকিৎসক। শুক্রবার মধ্যরাতে রাজধানীর ধানমন্ডির একটি বাসায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, কিছুদিন আগেই বিদেশ থেকে দেশে ফেরেন আব্দুর রশিদ ও তার স্ত্রী ডা. সুফিয়া রসিদ। বাসায় দুজনই থাকতেন। গতরাতে রুমের পাশে ছাঁদ বারান্দার দরজা খুলে নামাজ পড়েন আব্দুর রশিদ। এ সময় কয়েকজন দুর্বৃত্ত বাসায় ঢুকলে তাদের সঙ্গে হাতাহাতি হয় আব্দুর রশিদের।

এ সময় বাসায় থাকা তার স্ত্রীর চিৎকারে বাড়ির ভাড়াটিয়ারা ছুটে আসেন। পরে তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নেয়া হয়। রাতে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
হাজারিবাগ থানার এসআই জানান, তদন্ত প্রক্রিয়া চলছে। সিসিটিভি ফুটেজ দেখে দুর্বৃত্তদের শনাক্ত করা হবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer