Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ৬ ১৪৩১, বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ২ কারখানা শ্রমিকদের বিক্ষোভ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৩০, ২১ নভেম্বর ২০২৪

প্রিন্ট:

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ২ কারখানা শ্রমিকদের বিক্ষোভ

ফাইল ছবি

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক (চন্দ্রা-নবীনগর) অবরোধ করে ২ কারখানা শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেছেন। বৃহস্পতিবার সকাল থেকে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক ও দ্যাটস ইট নীটস লিমিটেডের (হামীম গ্রুপ) শ্রমিকরা এ বিক্ষোভ শুরু করেন।

অবরোধে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

শ্রমিকরা জানায়, বকেয়া বেতনের দাবিতে আট দিনের মতো রাস্তায় নেমেছেন বেক্সিমকো শ্রমিকরা। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চক্রবর্তী মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন তারা।

কাশিমপুর থানার এসআই মোজাম্মল হক বলেন, ‘সকাল ৮টা থেকে আন্দোলন শুরু করে বেক্সিমকো শ্রমিকরা। পরে সড়ক অবরোধ করে রেখেছেন তারা।’

অন্যদিকে কাশিমপুরের পানিশাইল এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন দ্যাটস ইট নীটস লিমিটেডের শ্রমিকরা। সড়ক দুর্ঘটনায় শ্রমিক আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ক্ষতিপূরণসহ বিভিন্ন দাবিতে রাস্তায় নেমেছেন তারা।

গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২ সূত্র জানায়, দ্যাটস ইট নীটস লিমিটেডের ম্যানেজমেন্টসহ বিভিন্ন স্টাফের পদত্যাগ, ফ্যাক্টরির সামনে ফুট ওভার ব্রিজ নির্মাণ, আহতদের ক্ষতিপূরণ প্রদান এবং সব সেকশনে অন্তত ৭০ শতাংশ পুরুষ নিয়োগসহ বিভিন্ন দাবিতে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করছেন তারা।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer