Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ১০ ১৪৩১, মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪

চিন্ময়কে গ্রেপ্তারের প্রতিবাদে রংপুরে বিক্ষোভ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:০২, ২৫ নভেম্বর ২০২৪

প্রিন্ট:

চিন্ময়কে গ্রেপ্তারের প্রতিবাদে রংপুরে বিক্ষোভ

ছবি- সংগৃহীত

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল করেছে তার অনুসারীরা। সোমবার রাত সাড়ে আটটায় নগরীর জাহাজ কোম্পানি মোড়স্থ ধর্মসভা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে টাউন হল ঘুরে পুনরায় সেখানে ফিরে আসে।

এক পর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে পথচারীদের ধস্তাধস্তি হয়। এতে কয়েকজন আহত হন। ঘটনাস্থলে সেনাবাহিনীর দুটি গাড়ি ও মহানগর পুলিশ সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন। পরে তারা জাহাজ কোম্পানি মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

জীবন কুমার রায় নামের একজন বিক্ষোভকারী বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ মিছিলে হামলা চালানো হয়েছে। এত ৪-৫ জন আহত হয়েছেন। আমরা চিন্ময়ের নিঃশর্ত মুক্তি ও আমাদের ওপর হামলার ন্যায়বিচার চাই।’

আন্দোলনকারীরা বলেন, ‘সনাতনীরা তাদের অধিকার আদায়ে সোচ্চার হয়েছে বলে দমন-পীড়ন শুরু হয়েছে। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।’

এর আগে আজ বিকেলে ঢাকা থেকে বিমানে চট্টগ্রামে যাওয়ার কথা ছিল চিন্ময়ের। সে সময় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, ‘পুলিশের একটি অনুরোধের পরিপ্রেক্ষিতে তাকে ডিবি গ্রেপ্তার করেছে। যারা আবেদন করেছে, তাদের কাছে তাকে হস্তান্তর করা হবে।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer