Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ২৯ ১৪৩১, শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪

ভালুকায় স্বামী-স্ত্রীসহ ৩ জনের ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩৬, ১২ ডিসেম্বর ২০২৪

প্রিন্ট:

ভালুকায় স্বামী-স্ত্রীসহ ৩ জনের ঝুলন্ত লাশ উদ্ধার

ফাইল ছবি

স্বামী-স্ত্রীসহ তিনজনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী এলাকার ডুবালিয়াপাড়া থেকে লাশগুলো উদ্ধার করা হয় বলে ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির জানান।

লাশের নাম হলো- ওই এলাকার ভাড়াটিয়া মাহফুজুর রহমান সাগর (২২) তার স্ত্রী রেহেনা আক্তার নুপুর (২০) এবং কাশর এলাকার ভাড়াটিয়া সোনালী আক্তার (২৪)।

স্বজনদের বরাত দিয়ে হুমায়ুন কবির বলেন, সাগর ও তার স্ত্রী নুপুরের লাশ একই ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছিল। অন্যদিকে, কিশোরগঞ্জের শোলাকিয়া এলাকার আবুল হোসেনের মেয়ে সোনালী আক্তার তার স্বামীর সঙ্গে অভিমান করে একই কায়দায় গলায় ফাঁস দিয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মৃত মাফিজুর রহমান সাগর দিনাজপুরের ঘাগড়াগাছি এলাকার আব্দুর রশিদের ছেলে। তার স্ত্রী রেহেনা আক্তার নুপুর নেত্রকোনা মদনের দুখু মিয়ার মেয়ে। তারা ভালুকার হবিরবাড়ী এলাকায় তৈরি পোশাক কারখানায় কাজ করতেন বলে পুলিশ জানায়।

 পুলিশ পরিদর্শক হুমায়ুন কবির বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহে তারা আত্মহত্যা করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer