Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ২৯ ১৪৩১, শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪

চুরির অভিযোগে বেঁধে গণপিটুনি : নিহত ২

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:০১, ১৪ ডিসেম্বর ২০২৪

প্রিন্ট:

চুরির অভিযোগে বেঁধে গণপিটুনি : নিহত ২

ফাইল ছবি

কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে মহিষ চুরির অভিযোগে গণপিটুনিতে দু’জন নিহত হয়েছে। নিহতরা হলেন, অষ্টগ্রামের কাগজি গ্রামের হিরু মিয়ার ছেলে নাসির উদ্দিন (২৮) ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় এলাকার ছারু মিয়ার ছেলে শাহজাহান (৪০)।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের নামে অষ্টগ্রাম ও নাসিরনগর থানায় একাধিক চুরি ও ডাকাতির মামলা রয়েছে। তাদের মধ্যে শাহজাহান ‘চিহ্নিত ডাকাত’ বলে তিনি জানিয়েছেন। 

তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ হত্যার বিষয়ে পরে আইনী পদক্ষেপ নেওয়া হবে।

ওসি আরও বলেন, হাওরের পানি কমে যাওয়ায় ডুবে যাওয়া রাস্তাগুলো ভেসে উঠেছে। ফলে গরু-মহিষ চুরিও বেড়ে গেছে। এ কারণে এলাকাবাসী রাত জেগে পাহারা দিচ্ছেন। নিহত দু’জন শনিবার ভোরে অষ্টগ্রামের মনোহরপুর গ্রাম থেকে একটি মহিষ চুরি করে নৌকায় করে অষ্টগ্রামের দেওঘর এলাকায় পৌঁছলে স্থানীয় লোকজন তাদের ধরে কাছের একটি স্কুলে বেঁধে গণপিটুনি দেয়। এতে তারা মারা যান। 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer