Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ৪ ১৪৩১, বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ২০২৪

কক্সবাজারে ডাম্প ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:১৭, ১৯ ডিসেম্বর ২০২৪

প্রিন্ট:

কক্সবাজারে ডাম্প ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

ছবি- সংগৃহীত

কক্সবাজারের পেকুয়ায় ডাম্প ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চার যাত্রী নিহত হয়েছেন। এতে আরও এক শিশু আহত হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার  সকাল ৮টার দিকে আঞ্চলিক মহাসড়কের পেকুয়া উপজেলার টৈটং এলাকার হাজি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, আজ সকালে পেকুয়া থেকে চট্টগ্রামমুখী একটি সিএনজি-চালিত অটোরিকশা আঞ্চলিক মহাসড়কের হাজিবাজার স্টেশনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাক ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। আশপাশের লোকেরা অটোরিকশার পাঁচ যাত্রীকে উদ্ধার করে পেকুয়া উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।

অপর এক গুরুতর আহত শিশুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র জসিমউদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer