Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ২৭ ১৪৩১, বুধবার ১২ মার্চ ২০২৫

কাওলার রাস্তায় মিললো ২৮২ রাউন্ড গুলি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:০৪, ১৯ ডিসেম্বর ২০২৪

প্রিন্ট:

কাওলার রাস্তায় মিললো ২৮২ রাউন্ড গুলি

ছবি- সংগৃহীত

রাজধানীর কাওলা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ২৮২ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবারগণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) মুহাম্মদ তালেবুর রহমান

তিনি জানান, বুধবারদিবাগত রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাওলা এলাকায় একটি ফুটওভার ব্রিজের নিচ থেকে গুলিগুলো উদ্ধার করা হয়।

বিমানবন্দর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকামুখী রাস্তায় কাওলা এলাকায় নতুন নির্মিত স্টিলের ফুটওভার ব্রিজের নিচে পাকা রাস্তার উপর শটগানের গুলি পড়ে আছে। এমন তথ্যের ভিত্তিতে থানা পুলিশের টহল দল উল্লিখিত স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ২৮২ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করে।

এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান মুহাম্মদ তালেবুর রহমান।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer