ছবি- সংগৃহীত
গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদের উপর বেইলি ব্রিজ ভেঙে একটি ট্রাক পানিতে পড়ে গেছে। শুক্রবার দিনগত রাত পৌনে ৩টায় টঙ্গী বাজার এলাকায় তুরাগ নদে এ ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান সমকালকে বলেন, তুরাগ নদের উপর বেইলি ব্রিজ ভেঙে একটি ট্রাক পানিতে পড়ে গেছে। এতে কেউ হতাহতের হয়নি। ঘটনার পরপরই চালক গাড়ি রেখে পালিয়ে গেছে।
মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার ইব্রাহিম খান বলেন, শনিবার মধ্যরাতে তুরাগ নদীতে ট্রাক পড়ে যাওয়ার তথ্য পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাটি সড়ক ও জনপথকে জানানো হয়েছে। তারা এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহমুখী টঙ্গীর বেইলি ব্রিজটি আজ ভোরে ভেঙে গেছে। এ পথে চলাচলকারী সব যাত্রী ও যানবাহনকে টঙ্গী ব্রিজ এড়িয়ে কামারপাড়া মুন্নুগেট বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো।
প্রসঙ্গত, ২০২১ সালের ৯ নভেম্বর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার এলাকায় ব্রিজটি ভেঙে পড়লে যানচলাচল স্বাভাবিক রাখতে এই বেইলি ব্রিজ নির্মাণ করা হয়।