ফাইল ছবি
চাঁদপুরের মেঘনা নদীতে কার্গে জাহাজ থেকে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে কিভাবে তাদের মৃত্যু হয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি। তাদের পরিচয়ও জানা যায়নি।
সোমবার দুপুর ১টার পর লাশ পাওয়ার খবর পাওয়া যায়।
কোস্ট গার্ড চাঁদপুর স্টেশন কামান্ডার লে. জেনারেল ফজলুল হক জানান, সারভর্তি কার্গো জাহাজ এমভি আল-বাখেরায় পাঁচটি লাশ পাওয়া গেছে। লাশগুলো কম্বলে মোড়ানো ছিল। লাশের মাথা থেঁতলানো ছিল। এ সময় তিনজনকে মুমূর্ষু আবস্থায় উদ্ধার করা হয়।
জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন।