Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ১০ ১৪৩১, বুধবার ২৫ ডিসেম্বর ২০২৪

এবার বিআরটিএ অফিসের স্টোর রুম থেকে কর্মচারীর মরদেহ উদ্ধার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:০১, ২৪ ডিসেম্বর ২০২৪

প্রিন্ট:

এবার বিআরটিএ অফিসের স্টোর রুম থেকে কর্মচারীর মরদেহ উদ্ধার

ছবি- সংগৃহীত

গাইবান্ধায় বিআরটিএ অফিসের স্টোর রুমের দরজার হাজবলের সাথে গলা বেল্ট দিয়ে পেঁচানো অবস্থায় হৃদয় কুমার নামে এক কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্টোর রুমটি গাইবান্ধা পৌরসভার দক্ষিণ ধানঘড়া এলাকার অবস্থিত।

সোমবার বিকেলে মরদেহটি উদ্ধারের পর পুলিশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠান।

নিহত হৃদয় কুমার (২৪) সিরাজগঞ্জ জেলার কোশাহাটা গ্রামের অমূল্য চন্দ্র কুমারের ছেলে। তিনি গাইবান্ধা বিআরটিএ অফিসের নাম্বার প্লেট সংযোজনকারী পদে চাকুরি করতেন। স্ত্রী, সন্তান ও মাসহ তিনি জেলা শহরের শাপলা মিল এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

স্বজন ও স্থানীয়দের অভিযোগ, হৃদয় কুমারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। 

বাসা মালিক আলী ইকবাল ও স্থানীয় বাসিন্দারা জানান, এখান থেকে মোটরসাইকেলের ডিজিটাল নাম্বার প্লেটসহ বিভিন্ন মালামাল বিতরণ করে হৃদয় কুমার ও বিআরটিএ অফিসের মেকানিক্যাল এসিস্ট্যান্স মো. আলমগীর কবির। সোমবার বিকেলে রুমের দরজার হাজবলের সাথে গলায় বেল্ট পেঁচানো অবস্থায় হৃদয়ের মরদেহ দেখা যায়। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়।

তারা আরও জানান, ঘটনার কিছুক্ষণ আগে হৃদয় অজ্ঞাত দুই যুবকের সাথে মোটরসাইকেলসহ বাসার সামনে অবস্থান করে। এর ঘন্টাখানেক পরেই দরজার হাজবলের সঙ্গে হৃদয়কে ঝুলতে দেখা যায়। 

হৃদয় কুমারের মা মিনতি রানীর অভিযোগ করে বলেন, হৃদয়কে পরিকল্পিতভাবে হত্যা করে গলায় বেল্ট পেঁচিয়ে দরজায় হাজবলের সাথে বেঁধে রাখা হয়েছে। তিনি দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।   

গাইবান্ধা সদর থানার ওসি মো. শাহিনুর ইসলাম তালুকদার জানান, এ ঘটনায় পুলিশ সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করছে। পাশাপাশি সিআইডি ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করছেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer