ছবি- সংগৃহীত
শেরপুর সদরে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন।রোববার বেলা সাড়ে ১১টায় শেরপুর-ঢাকা মহাসড়কের ভাতশালা এলাকায় রিফাত পরিবহন নামের একটি বাসের সঙ্গে যাত্রীবাহী অটোরিকশার সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
কুড়িগ্রাম জেলার রৌমারী থেকে ছেড়ে আসা রিফাত পরিবহনের একটি বাস শেরপুর হয়ে ঢাকা যাচ্ছিল। ভাতশাল নামক এলাকায় নকলা থেকে ছেড়ে আসা একটি অটোরিকশা সড়কের একটি কুকুরকে রক্ষা করতে গেলে বাসটির নিচে চলে যায়। এ ঘটনায় সিএনজি অটোরিকশার চালকসহ পাঁচ যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। পরে অপর এক নারী যাত্রীকে স্থানীয় জিনোম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইদুর রহমান জানান, বাসের চালক ও সহকারী পালিয়ে গেলেও বাসটিকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে দুমড়ে মুছে যাওয়া সিএনজিকে থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।