Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ১৮ ১৪৩১, বৃহস্পতিবার ০২ জানুয়ারি ২০২৫

টেকনাফে বন বিভাগের ১৭ শ্রমিককে অপহরণ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:১৬, ৩০ ডিসেম্বর ২০২৪

প্রিন্ট:

টেকনাফে বন বিভাগের ১৭ শ্রমিককে অপহরণ

ছবি- সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে হ্নীলা জাদিমুড়া পশ্চিম পাহাড় থেকে বন বিভাগের কাজ করা ১৭ শ্রমিক অপহরণের শিকার হয়েছেন।  সীমান্তে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা পরিদর্শনকালে তারা অপহরণের শিকার হয়েছেন বলে জানা গেছে। 

সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন। 

অপহৃতরা হলেন- ফরেস্টর সাইফুল ইসলাম (২২), সৈয়দ (৫০), রফিক, শ্রমিক আইয়ুব খান (১৮), আইয়ুব আলী (৫০), আনসার উল্ল্যাহ (১৮), আয়াত উল্ল্যাহ (২২), সামছু (৪৫), ইসলাম (২১), সামছু (৪০), ইসমাইল (৩৫), মোহাম্মদ হাসিম (৪০), নূর মোহাম্মদ (২১), সৈয়দ আমিন (৩০), সফি উল্ল্যাহ (৩০), আইয়ুব (৫০), মাহাতা আমিনসহ (১৮) ১৭ জন। এদের মধ্যে অনেকে রোহিঙ্গা বলে জানা গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, হ্নীলা জাদিমুড়া এলাকা থেকে ফরেস্টরসহ ১৭ জন অপহরণের শিকার হয়েছেন। তাদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। 

টেকনাফ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আব্দুর রশিদ বলেন, প্রতিদিনের ন্যায় বাগানে কাজ করতে গেলে ১৭ জনকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় আমরা এপিবিএন পুলিশ, উপজেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনী সবাই তাদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ সংখ্যা আরও বাড়তে পারে।

এদিকে সীমান্তে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী পরিদর্শনকালে এ অপহরণের ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer