Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ১৮ ১৪৩১, বৃহস্পতিবার ০২ জানুয়ারি ২০২৫

কোস্টগার্ডের হাতে ৪ জন আটক নিয়ে উত্তেজনা : ফাঁকা গুলি

প্রকাশিত: ২২:৩২, ৩০ ডিসেম্বর ২০২৪

প্রিন্ট:

কোস্টগার্ডের হাতে ৪ জন আটক নিয়ে উত্তেজনা : ফাঁকা গুলি

ফাইল ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে নির্মাণাধীন একটি শিপইয়ার্ডে (জাহাজাভাঙা কারখানায়) ইট, বালু, সিমেন্ট সরবরাহকে কেন্দ্র করে দুই পক্ষের দ্বন্দ্বে গত রোববার রাতে কোস্টগার্ড চার দুষ্কৃতকারীকে আটক করে। পরে তাদের ছাড়িয়ে নিতে স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। ক্ষুব্ধ বাসিন্দাদের সামাল দিতে কোস্টগার্ড ১০-১২ রাউন্ড ফাঁকা গুলিও ছোড়ে। পরে সীতাকুণ্ড পুলিশের হস্তক্ষেপে চারজনকে ছেড়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

গত রোববার রাতে সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ভাটিয়ারি ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা বিএনপি ও যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত বলে স্থানীয়রা জানিয়েছেন। গুলি ছোড়ার ঘটনার পর ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা ক্যাম্প ইনচার্জসহ সব সদস্যকে প্রত্যাহারের দাবি তুলেছেন। আজ মঙ্গলবার বিকেল ৩টায় তারা সমাবেশের ডাকও দিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত ১০টার দিকে জাহাজভাঙা কারখানায় ইটবাহী কতগুলো গাড়ি প্রবেশের সময় স্থানীয় কয়েকজন বাধা দেন। বিষয়টি থানা পুলিশের এখতিয়ার এলাকায় হলেও কোস্টগার্ডের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে চারজনকে আটক করে নিয়ে যায়। তবে এ বিষয়ে কোস্টগার্ডের বক্তব্য পাওয়া যায়নি। 

নির্মাণাধীন গ্রিন শিপইয়ার্ডের মালিক আবুল হাশেম  বলেন, তাঁর কারখানাটি সাধারণ ইয়ার্ড থেকে গ্রিন শিপইয়ার্ডে উন্নীতকরণের কাজ চলছে। তাঁর কারখানায় কিছু ইটের প্রয়োজন। কিন্তু ইটবোঝাই গাড়ি কারখানায় ঢোকার পর কিছু দুষ্কৃতকারী গাড়িগুলো আটকে দেয়।
স্থানীয় যুবদল নেতা আলমগীর হোসেনের দাবি, কোস্টগার্ডের ইনচার্জ অতি উৎসাহী হয়ে ফাঁকা গুলি চালিয়েছে। আমরা কোস্টগার্ডের পুরো টিমকে প্রত্যাহার চাই।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer