Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ২১ ১৪৩১, সোমবার ০৬ জানুয়ারি ২০২৫

বঙ্গবন্ধুর সমাধিতে ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:১৬, ৩ জানুয়ারি ২০২৫

প্রিন্ট:

বঙ্গবন্ধুর সমাধিতে ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন

ছবি- সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।

শুক্রবাররাত ৮টার দিকে জেলা ছাত্রলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তারা

এর আগে সমাধিতে পৌঁছে ‘কে বলেরে মুজিব নাই, মুজিব সাড়া বাংলায়’, ‘মুজিব আমার বিশ্বাস, মুজিব আমার চেতনা’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় নেতাকর্মীদের। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট নিহত পরিবারের সদস্যদের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

শ্রদ্ধা নিবেদনের সময় আতাউর রহমান পিয়ালসহ আরও সাতজনকে দেখা গেছে। তবে তাদের মুখ ঢাকা থাকায় কাউকে চেনা সম্ভব হয়নি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer