Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ২৪ ১৪৩১, বুধবার ০৮ জানুয়ারি ২০২৫

জয়দেবপুরে ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ ট্রেন লাইনচ্যুত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:৩৩, ৭ জানুয়ারি ২০২৫

প্রিন্ট:

জয়দেবপুরে ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ ট্রেন লাইনচ্যুত

ছবি- সংগৃহীত

ঢাকা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন জয়দেবপুর রেল স্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

জয়দেবপুর রেল জংশনের কর্তব্যরত স্টেশন মাস্টার ইয়াসবা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জয়দেবপুর স্টেশন থেকে ক্রসিং পার হওয়ার আগেই ট্রেনের ইঞ্জিনের পেছনের দুটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। ট্রেনের গতি খুবই মন্থর থাকায় অন্য কোনো বগি লাইনচ্যুত হয়নি। ঢাকা থেকে এসে ট্রেনটি স্টেশনের চার নম্বর লাইনে দাঁড়ানো ছিল।

তিনি আরও জানান, ট্রেন লাইনচ্যুতির ফলে তিন এবং চার নম্বর লাইনটি বন্ধ রয়েছে। তবে এক ও দুই নম্বর লাইন সচল থাকায় ট্রেন চলাচলে কোনো ব্যাঘাত সৃষ্টি হবে না।

লাইনচ্যুত ইঞ্জিনটি উদ্ধারের জন্য ঢাকায় রিলিফ ট্রেন আসার জন্য সংবাদ দেওয়া হয়েছে বলেও জানান স্টেশন মাস্টার।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer