Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ২৬ ১৪৩১, শুক্রবার ১০ জানুয়ারি ২০২৫

গ্রেপ্তারের পর উত্তরা থানা থেকে পালালেন সাবেক ওসি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:৩৬, ৯ জানুয়ারি ২০২৫

প্রিন্ট:

গ্রেপ্তারের পর উত্তরা থানা থেকে পালালেন সাবেক ওসি

ফাইল ছবি

রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে পালিয়েছেন গ্রেপ্তার হওয়া সাবেক ওসি শাহ আলম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় একটি মামলায় উত্তরা পূর্ব থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছিল। এর মধ্যেই থানা-পুলিশের হেফাজত থেকে কৌশলে পালিয়ে যান তিনি।

বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উত্তরা বিভাগের এডিসি আহম্মদ আলী।তিনি বলেন, বেলা সাড়ে ১১টার দিকে বাথরুমে যাওয়ার কথা বলে পালিয়ে যান তিনি।

ওসি শাহ আলম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন শেষ সময়ে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সর্বশেষ তিনি ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে পরিদর্শক কুষ্টিয়ায় কর্মরত ছিলেন। ২ সেপ্টেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি হত্যার মামলায় আসামি করা হয় তাকে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer