Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ২৬ ১৪৩১, শুক্রবার ১০ জানুয়ারি ২০২৫

দরজায় তালা, খাটের নিচে মিলল কলেজশিক্ষকের রক্তাক্ত মরদেহ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:২৮, ১০ জানুয়ারি ২০২৫

প্রিন্ট:

দরজায় তালা, খাটের নিচে মিলল কলেজশিক্ষকের রক্তাক্ত মরদেহ

ফাইল ছবি

নেত্রকোনা পৌর শহরের বড়বাজার এলাকার নিজ বাড়ি থেকে সাবেক কলেজশিক্ষক দিলীপ কুমার রায়ের (৭১) রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সকালে দিলিপ কুমার রায়ের স্ত্রী দীপা রানী রায় বাসায় এসে বাইরে থেকে তালা দেয়া দেখে তালা ভেঙে ঘরে গিয়ে খাটের নিচে পড়ে থাকতে দেখেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে স্ত্রী ও স্থানীয়রা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কেউই জানে না এমন মৃত্যুর কারণ কী। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, বড়বাজার এলাকায় নিজ বসতঘরে একাই রাত্রি যাপন করছিলেন আবু আব্বাস ডিগ্রি কলেজের সাবেক প্রভাষক দিলীপ কুমার রায়। সকালে স্বজনরা ডাকাডাকি করার পর দরজার তালা ভেঙে ঘরে ঢুকেই রক্তাক্ত মরদেহ দেখতে পায়। মরদেহ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

হাসপাতালের চিকিৎসক তাসমিয়া হোসেন অনন্যা বলেন, ‘আমাদের এখানে বেলা সাড়ে ১১ টার দিকে নিয়ে এলে আমরা মৃত পাই। পরে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়। মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর বলা যাবে মৃত্যুর কারণ।

অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, ‘বিভিন্ন আসলাম সংগ্রহ করা হচ্ছে। আর খতিয়ে দেখা হচ্ছে। 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer