Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ৮ ১৪৩১, বুধবার ২২ জানুয়ারি ২০২৫

গুলশানে শ্যালক-দুলাভাইকে কুপিয়ে কোটি টাকা ছিনতাই

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:১২, ২২ জানুয়ারি ২০২৫

প্রিন্ট:

গুলশানে শ্যালক-দুলাভাইকে কুপিয়ে কোটি টাকা ছিনতাই

ফাইল ছবি

রাজধানীর গুলশানে শ্যালক ও দুলাভাইকে কুপিয়ে কোটি টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ ‍উঠেছে। মঙ্গলবার রাত ৯টার দিকে গুলশান ২ নম্বরে ডিএনসিসি মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন: গুলশান-২ এর বরুণ ভবনের সিটি মানি এক্সচেঞ্জের কর্ণধার কাদের শিকদার (৩৫) ও তার শ্যালক আমির হামজা (২৫)।

আহতদের স্বজনরা জানান, দোকান বন্ধ করে শ্যালক আমির হামজাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে গুলশান-১ এ বাসায় ফিরছিলেন কাদের। তারা ডিসিসি মার্কেটের সামনে পৌঁছালে ১৫-২০ জনের একটি ছিনতাইকারী দল তাদের মোটরসাইকেলের গতিরোধ করেন। এরপর রড দিয়ে আঘাত করে মোটরসাইকেল থেকে ফেলে দেয়া হয় তাদের। পরে তাদের কুপিয়ে জখম করা হয়। এ সময় তাদের কাছে থাকা প্রায় এক কোটি টাকা ছিনিয়ে নেয়া হয়।

আহতদের ঢাকা মেডিকেলে নিলে রাতেই তাদের ইউনাইটেড হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ বিষয়ে আহত কাদেরের ভাই মিন্টু শিকদার বলেন, ‘প্রায় ৪ মাস আগে ইয়াসিন শিকদার নামে এক সন্ত্রাসী তাদের লোকজন দিয়ে আমাকে অপহরণ করেছিল। ওই ঘটনায় আমার ভাই কাদের বাদী হয়ে মামলা করলে পুলিশ ইয়াসিনকে গ্রেফতার করে। অপহরণের পর ইয়াসিন ওই সময়ে ৭৯ লাখ টাকা মুক্তিপণ নেয়। সম্প্রতি জামিনে মুক্ত হয়ে তিনি মামলা তুলে নেয়ার হুমকি দিচ্ছিলেন। ইয়াসিন তার সন্ত্রাসী বাহিনী দিয়ে এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান শিকদার।

এ বিষয়ে পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার আল আমিন হোসাইন জানান, ছিনতাইকারীরা দুজনকে কুপিয়ে জখম করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer