Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ১০ ১৪৩১, শনিবার ২৫ জানুয়ারি ২০২৫

রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে ৭০ ভরি সোনা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:০৫, ২৪ জানুয়ারি ২০২৫

প্রিন্ট:

রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে ৭০ ভরি সোনা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

ফাইল ছবি

রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তের গুলিতে এক স্বর্ণ ব্যবসায়ী আহত হয়েছেন।তার নাম সজল রাজবংশী (৩৭)।এ সময় দুর্বৃত্তরা তার কাছ থেকে ৭০ ভরি সোনা ও নগদ ৪ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

তার পরিবার জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে হাজারীবাগের বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।গুরুতর আহত অবস্থায় সজল রাজবংশীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক বলেন, গুলিতে আহত স্বর্ণ ব্যবসায়ী সজল রাজবংশী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আহত ব্যবসায়ীর ছোটভাই জয় রাজবংশী বলেন, আমার বড় ভাই সজল রাজবংশী কামরাঙ্গীরচর এলাকার ইতি জুয়েলার্সের মালিক। তিনি গতকাল (বৃহস্পতিবার) রাতে তার জুয়েলারি দোকান বন্ধ করে ব্যাগের মধ্যে ৭০ ভরি সোনা ও নগদ ৪ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে করে হাজারীবাগের জেলেপাড়ার বাসায় ফিরছিলেন।পথে হাজারীবাগের বেড়িবাঁধ এলাকায় মোটরসাইকেলে করে আসা হেলমেট পরিহিত ৪-৫ জন ব্যক্তি তার পথরোধ করে।একপর্যায়ে তারা ফাঁকা গুলি করে। পরে তারা ভাইয়ের বাঁ পায়ে গুলি করে। এ সময় তার কাছে থাকা ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। এরপর ভাইকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

জয় রাজবংশী আরও বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আমার ভাই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পরে তার উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer