Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ১৩ ১৪৩১, সোমবার ২৭ জানুয়ারি ২০২৫

মিরপুরে যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:১৮, ২৫ জানুয়ারি ২০২৫

প্রিন্ট:

মিরপুরে যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

ফাইল ছবি

রাজধানীর মিরপুরের দিয়াবাড়ি সিটি কর্পোরেশন বস্তিতে পূর্ব শত্রুতার জেরে মিলন (২৩) নামে যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে ঘটনাটি ঘটে। 

গুরুতর আহত অবস্থায় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত ১২টা ৫ মিনিটে মৃত ঘোষণা করেন। 

হাসপাতালে নিয়ে আসা মিলনের বন্ধু মো. আলী জানান, মিলন মিরপুর-১, ছোট দিয়াবাড়ীর আনারুলের ছেলে ।

নিকটাত্মীয় সঙ্গে না আসায় তৎক্ষণিক এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। জানা গেছে মিলন পোশাক শ্রমিক ছিল। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ। তিনি জানান, নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।বিষয় সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer