ফাইল ছবি
রাজধানীর লালমাটিয়ার একটি বাসা থেকে শামীম নামে এক নিরাপত্তা কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।শনিবার রাতে নিজের রুমে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত শামীমের আত্মীয় জানান, ডিউটি শেষ করে নিজের রুমেই ঘুমিয়ে ছিল শামীম। পরে রাতের ডিউটির সময় তাকে না পেয়ে ডাকাডাকি করে একই বাসায় কর্মরত আরেকজন নিরাপত্তা কর্মী। সাড়া না পেয়ে পেছনের জানালা দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায়। পরে মোহাম্মদপুর থানায় খরব দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে। ময়না তদন্ত করতে তার মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
তবে, এ বিষয়ে কেউ কথা না বললেও, মোহাম্মদপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। নিহত শামীমের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার শাহরাস্তি থানার দশনাপাড়া গ্রামে।