Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ২২ ১৪৩১, শুক্রবার ০৭ মার্চ ২০২৫

শীতলক্ষ্যায় বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবি : শিশুসহ ৯ জনকে উদ্ধার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:৫৩, ১ ফেব্রুয়ারি ২০২৫

প্রিন্ট:

শীতলক্ষ্যায় বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবি : শিশুসহ ৯ জনকে উদ্ধার

ছবি- সংগৃহীত

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় একটি যাত্রীবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাৎক্ষণিক নদী থেকে নয়জনকে জীবিত উদ্ধার করেছেন স্থানীয়রা।

শনিবার.বিকেলে বন্দর উপজেলার নবীগঞ্জ খেয়াঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ নিখোঁজের খবর পাওয়া যায় নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের হাজীগঞ্জ খেয়াঘাট থেকে নয়জন যাত্রী নিয়ে একটি নৌকা অপর পাড়ে নবীগঞ্জ খেয়াঘাটে যাওয়ার উদ্দেশ্য নদী পারাপার হচ্ছিল। নদীর মধ্যবর্তী স্থানে একটি বালুবাহী বাল্কহেড ধাক্কা দিলে নৌকাটি নদীতে তলিয়ে যায়। এসময় যাত্রীদের চিৎকার শুনে আশপাশের যাত্রীবাহী নৌকার মাঝি ও যাত্রীরা তাৎক্ষণিক তাদের ৯ জনকে জীবিত উদ্ধার করেন। পরে কয়েকটি ইঞ্জিলচালিত নৌকা পেছন থেকে ধাওয়া দিলেও বাল্কহেডটি আটক করা যায় নি। দ্রুত গতিতে বাল্কহেডটি চলে যায়।

স্থানীয়রা জানান, এ ঘটনায় কেউ নিখোঁজের খবর পাওয়া যায় নি। ডুবে যাওয়া নৌকাটির নয় যাত্রীর মধ্যে একাধিক শিশু ও নারী ছিলেন। নিশ্চিত মৃত্যুর পরিস্থিতি থেকে উদ্ধারের পর তাদের চোখে মুখে ভয় ও আতঙ্কের ছাপ দেখা যায়। এসময় কান্নাকাটি করছিল শিশুরা।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর নৌ থানার পরিদর্শক আমিনুল হক বলেন, দুর্ঘটনায় নয়জন যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত নৌকাটি বাল্কহেডের ধাক্কায় ভেঙে নদীতে ডুবে যায়। তবে দ্রুত সময়ে সব যাত্রীদের উদ্ধার করেছে খেয়াঘাটের ট্রলার চালকরা। ধাক্কা দেয়া বাল্কহেডটি চিহ্নিত করার চেষ্টা চলছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer