Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ১৯ ১৪৩১, সোমবার ০৩ ফেব্রুয়ারি ২০২৫

সিলেটে প্রাইভেট কার-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৩, ২ ফেব্রুয়ারি ২০২৫

প্রিন্ট:

সিলেটে প্রাইভেট কার-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

ফাইল ছবি

সিলেটে ঘনকুয়াশায় ওসমানী নগরের উনিশমাইল এলাকায় প্রাইভেট কার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী-শিশুসহ একই পরিবারের তিনজন রয়েছে।রোববার সকালে ঘনকুয়াশার কারণে ঢাকা-সিলেট মহাসড়কের উনিশ মাইল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে।

বিষয়টি  নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানী নগর সার্কেল) আশরাফুজ্জামান।নিহতরা হলেন- নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার আমইল্লা গ্রামের সোহেল (৪০) (গাড়িচালক), শামীমা (৪০), ইতি বেগম (৩৫) ও আয়ান (৭)।

জানা যায়, রোববার সকালে ঢাকা-সিলের মহাসড়কের ওসমানী নগরে প্রাইভেট কার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যান।

সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানী নগর সার্কেল) আশরাফুজ্জামান কালবেলাকে বলেন, প্রাইভেট কার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গাড়িগুলো জব্দ করা হয়েছে।

উল্লেখ্য, ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানী নগরের অংশের উনিশ মাইলে প্রায়ই ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer