Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ২২ ১৪৩১, বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫

গাজীপুরে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ৩

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:১৫, ৫ ফেব্রুয়ারি ২০২৫

প্রিন্ট:

গাজীপুরে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ৩

ছবি- সংগৃহীত

গাজীপুরের কালীগঞ্জে কাঁচামালের পিকাপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ায় ৩ জন নিহত হয়েছেন।
বুধবার ভোর সাড়ে ৫টার দিকে জয়দেবপুর-ইটাখোলা আঞ্চলিক সড়কের মৈশার এলাকায় এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে, নিহতদের মধ্যে পিকআপভ্যানটির চালক ও হেলপার রয়েছেন।

পুলিশ জানায়, কাঁচামাল বোঝাই একটি পিকআপ সিলেট থেকে থেকে গাজীপুর যাচ্ছিল। এ সময় পিকআপটি মৈশার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে গাড়ির দরজা বন্ধ এবং জানালার কাচ লক থাকায় ভিতরে আটকা পড়ে চালক হেলপারসহ তিনজন নিহত হন।

কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক সুশান্ত জানান, রেকার দিয়ে গাড়িটি খাদ থেকে তোলা হয়েছে। ভেতর থেকে তিনজনের মরদহ উদ্ধার করা হলেও তাদের পরিচয় এখনো জানা যায়নি। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer