ছবি- সংগৃহীত
গাজীপুরের টঙ্গীতে ইজতেমা উপলক্ষে গড়ে ওঠা মার্কেটে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন।বুধবার রাত ১১টার দিকে নিউ মন্নু ফাইন কটন মিলসের মাঠে গড়ে ওঠা অস্থায়ী মার্কেটে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, হামিম (২৮), রাসেল (১৮) ও আলাদ হোসেন (৩৫) সহ অন্তত ৫ জন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত ৯টার দিকে জ্যাকেটের দোকানের কর্মচারী হামিম ও কম্বলের দোকানের কর্মচারী রাসেলের মধ্যে বাগবিণ্ডার একপর্যায়ে মারামারি হয়। খবর পেয়ে মার্কেটের ইজারাদার ফজলু মিয়া এগিয়ে আসলে তার সঙ্গে দোকান কর্মচারীরা তর্কে জড়িয়ে পড়ে। এ সময় ইজারাদার ফজলু মিয়ার লোকজন দোকানদারদের ওপর হামলা চালায়। হামলায় দোকান কর্মচারী হামিম, রাসেল ও ইজরাদার পক্ষের আলাদ হোসেনসহ ৫ জন আহত হয়।
দোকানের মালিক মোতালেব হোসেন জানান, মারামারি সময় আমার দোকানের কর্মচারীকেও মারধর করা হয়েছে।ইজারাদার ফজলু মিয়া বলেন, সামান্য ভুল বোঝাবুঝি হয়েছে। বিষয়টি সমাধান হয়ে যাবে।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।