Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ২ ১৪৩১, রোববার ১৬ ফেব্রুয়ারি ২০২৫

পল্লবীতে তুচ্ছ ঘটনায় বাসায় ঢুকে হামলা : ভাই-বোন গুলিবিদ্ধ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:০১, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

প্রিন্ট:

পল্লবীতে তুচ্ছ ঘটনায় বাসায় ঢুকে হামলা : ভাই-বোন গুলিবিদ্ধ

ফাইল ছবি

রাজধানীর পল্লবীতে তুচ্ছ ঘটনায় মোহাম্মদ জসিম উদ্দিন (৪৪) নামে এক ব্যবসায়ীর বাসায় ঢুকে হামলার ঘটনা ঘটেছে। এতে ওই ব্যবসায়ীসহ তার বোন মোছা. শাহিনুর বেগম (২৮) গুলিবিদ্ধ হয়েছেন।

শনিবার ভোর সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে সকাল সাড়ে ৬টার দিকে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়।

ঢামেক হাসপাতালে তাদের নিয়ে আসা মো. আমির হোসেন জানান, আহত জসিম একটি টিভি শোরুমের ব্যবসায়ী। রাতে নামাজ পড়ে বাসায় ফেরার সময় এলাকার শহিদুল নামে একজনের সঙ্গে শরীরে ধাক্কা লাগে। এতে সে ক্ষিপ্ত হয়ে উঠে। কথা কাটাকাটির একপর্যায়ে জসিম বাসায় চলে যান। পরে শহিদুল সঙ্ঘবদ্ধ হয়ে বাসায় গিয়ে জসিমকে লক্ষ্য করে গুলি করেন। এতে ডান ও বাম পায়ে গুলি লাগে। তাকে বাঁচাতে গিয়ে বোন শাহিনুরের ডান পায়ের হাঁটুর নিচে একটি গুলি লাগে। তাদের উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে, পরে ঢামেক হাসপাতালে নেয়া হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট থানাকে অবগত করেছেন বলেও জানান তিনি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer