Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ২ ১৪৩১, রোববার ১৬ ফেব্রুয়ারি ২০২৫

রাজধানীর একটি ভবনে আগুন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:২২, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

প্রিন্ট:

রাজধানীর একটি ভবনে আগুন

ছবি- সংগৃহীত

রাজধানীর ইসলামবাগে একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।শনিবার বিকেল সোয়া ৩টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদরদফতর থেকে জানানো হয়েছে, বিকেল ৩টা ১৭ মিনিটে ইসলামবাগের একটি বাড়িতে তারা আগুন লাগার খবর পান। ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছান ৩টা ২৫ মিনিটে।

জানা গেছে, প্রথমে লালবাগ ফায়ার স্টেশনের ২টি  ইউনিট কাজ শুরু করে। এরপর হাজারীবাগ, পলাশী, সিদ্দিক বাজার থেকে আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। বর্তমানে মোট ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।অগ্নিকাণ্ডের ভয়াবহতা, কারণ ও হতাহত সম্পর্কে প্রাথমিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer