Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ৮ ১৪৩১, শুক্রবার ২১ ফেব্রুয়ারি ২০২৫

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫ গাড়ির সংঘর্ষ : আহত ২০

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৪৭, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

প্রিন্ট:

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫ গাড়ির সংঘর্ষ : আহত ২০

ছবি- সংগৃহীত

মুন্সীগঞ্জের কামারখোলায় ঘন কুয়াশার কারণে ৫টি যানবাহনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন অন্তত ২০ জন।সোমবার সকাল পৌনে ৮টার দিকে কামারখোলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে। এতে ব্যস্ততম এক্সপ্রেসওয়েতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

হাসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী দুর্ঘটনার বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, প্রথমে একটি পিকআপের পেছনে একটি বড় কাভার্ড ভ্যান সজোরে ধাক্কা দেয়। এরপর ইমাত পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়, ফলে যানবাহনের গতি কমে যায়। এর কিছুটা দূরে পূর্বাভা পরিবহনের আরেকটি বাসকে একটি ট্রাক ধাক্কা দিলে মুহূর্তের মধ্যে পাঁচটি যান দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঢাকামুখী লেনে যান চলাচল বিঘ্নিত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

হাসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে। তবে বাকি চারটি যানবাহন উদ্ধারের কাজ চলছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer