Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ৮ ১৪৩১, শুক্রবার ২১ ফেব্রুয়ারি ২০২৫

ঠাকুরগাঁওয়ে শিয়ালের কামড়ে আহত  ২১

জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও সংবাদদাতা

প্রকাশিত: ২৩:০৩, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

প্রিন্ট:

ঠাকুরগাঁওয়ে শিয়ালের কামড়ে আহত  ২১

ছবি: বহুমাত্রিক.কম

ঠাকুরগাঁওয়ে ২ দিনে শিয়ালের কামড়ে আহত হয়েছেন ২১ জন নারী পুরুষ। যার ফলে আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। এদিকে বন্যপ্রাণীর আক্রমণ বেড়ে যাওয়ায় সচেতনতামূলক সভা করেছেন স্থানীয় প্রশাসন।

জানা যায়, সদর উপজেলা রহিমানপুর, জামালপুর ইউনিয়ন সহ রাণীশংকৈল ও পীরগঞ্জ উপজেলায় শিয়ালের আক্রমনে ২১ জন আহতের ঘটনা ঘটেছে। এর মধ্যে রহিমানপুর ইউনিয়নে ১০ জন, জামালপুর ইউনিয়নে ২ জন, রাণীশংকৈল উপজেলায় ৭ জন ও পীরগঞ্জ উপজেলায় ২ জন আহত হয়েছে।

স্থানীয়রা বলছেন, প্রতিদিন বিকেলের আগেই সব কাজ শেষ করে তারা ঘরে ফিরে রাতে বের হচ্ছে না। এ অবস্থায় আতঙ্কে রয়েছে সকলের মধ্যে। এদিকে বন্যপ্রাণীর আক্রমণ বেড়ে যাওয়ায় রহিমানপুর ইউনিয়নে সচেতনতামূলক সভা করেছেন উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম।

রহিমানপুর ইউনিয়নের আবুল কালাম আজাদ বলেন, সোমবার রাতে বাসার আঙ্গিনায় বসে ছিলাম। হঠাৎ করে বাসায় একঝাক শেয়াল প্রবেশ করে আক্রমন করে। এসময় পরিবারের লোকেরা এগিয়ে আসলে পালিয়ে যায় শেয়ালগুলো। শেয়ালের কামড়ে আমার হাতের মাংস উঠে গেছে।

শিয়ালের কামড়ের স্বীকার নামজা, রেশমী সহ বেশ কয়েকজন বলেন, কিছুদিন থেকেই শিয়ালের আক্রমন বেড়েই চলছে। আমাদের জমিতে কাজ করতে গেলেও পিছন দিক থেকে এসে আক্রমন করতেছে। বাসার ভিতরে এসেও আক্রমন করতেছে।

জেলা বন বিভাগের সহকারী বন সংরক্ষক নূরুন্নাহার বলেন শেয়াল কামড়ের বিষয়ে যানেন না তিনি। সেই সাথে এই বিষয়ে বন বিভাগের কি পদক্ষেপ নেয়া দরকার তাও যানেন না তিনি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম বলেন, বিষয়গুলো আমি অবগত হওয়ার পরেই স্থানীয় চেয়ারম্যানদের সাথে কথা বলেছি। সেই সাথে সচেতনামূলক আলোচনা করেছি। তবে সকলকে সচেতন থাকার পরামর্শ দিয়েছি। সেই সাথে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মেডিকেল টিম গঠন করে চিকিৎসা দেয়া হচ্ছে। এর বাহিরে যদি কেউ আর্থিক সহায়তার জন্য আবেদন করে তাহলে সেটি করা হবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer