Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ৮ ১৪৩১, শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫

উত্তরায় বাসায় মিলল চীনা নাগরিকের রক্তাক্ত মরদেহ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:২৫, ২০ ফেব্রুয়ারি ২০২৫

প্রিন্ট:

উত্তরায় বাসায় মিলল চীনা নাগরিকের রক্তাক্ত মরদেহ

ফাইল ছবি

রাজধানীর উত্তরায় ১৪ নম্বর সেক্টরের ১৬ নম্বর রোডের একটি বাসা থেকে ওয়াং বু নামের (৩৭) এক চীনা নাগরিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।

বৃহস্পতিবার বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানান উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান। 

জানা গেছে, ৬৩ নম্বর বাসার একটি রুমে সহকর্মীদের সঙ্গে বসবাস করতেন ওয়াং বু। তাকে হত্যার পর তার সহকর্মীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিদেশে পালিয়ে গেছেন বলে ধারণা পুলিশের।

ওসি মো. হাফিজুর রহমান বলেন, নিহত চীনা নাগরিক তার সহকর্মীদের নিয়ে ওই বাসায় এক মাস আগে ভাড়ায় উঠেন। তিনি বাংলাদেশে ৯ বছর ধরে পার্টনারে পাথরের ব্যবসা করতেন।

তিনি জানান, মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer