Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ৯ ১৪৩১, শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫

মাভাবিপ্রবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

বিজয় সরকার, মাভাবিপ্রবি সংবাদদাতা

প্রকাশিত: ২৩:১৮, ২১ ফেব্রুয়ারি ২০২৫

প্রিন্ট:

মাভাবিপ্রবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

ছবি: বহুমাত্রিক.কম

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। 

শুক্রবার দিবাগত রাত ১২ টা ১ মিনিটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আনোয়ারুল আজীম আখন্দ বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষে থেকে ক্যাম্পাসস্থ শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, ক্লাব ও সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে ১ মিনিট নীরবতা পালন করা হয়। সেইসঙ্গে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। এর আগে রাত ১১.৫০ মিনিটে প্রশাসনিক ভবনের সামনে জমায়েত হয়ে সবাই কালো ব্যাচ ধারণ করে।

এরপর এদিন ভোরে প্রশাসনিক ভবনের সামনে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিতকরণসহ বিশ্ববিদ্যালয়ের পতাকা ও কালো পতাকা উত্তোলন করা হয়।

দিবসের কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১ টায় ক্যাম্পাসস্থ মন্দিরে প্রার্থনা করা হয়। বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। সকল কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য,১৯৯৯ সালের ১৭ নভেম্বর জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থার (ইউনেস্কো) প্যারিস অধিবেশনে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়। এরপর ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে পালিত হয়ে আসছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer