Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ১২ ১৪৩১, মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২০২৫

সাজেক পর্যটন কেন্দ্রে ভয়াবহ আগুন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:০৭, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

প্রিন্ট:

সাজেক পর্যটন কেন্দ্রে ভয়াবহ আগুন

ছবি- সংগৃহীত

রাঙামাটির সাজেক পর্যটন কেন্দ্রে আবারও আগুন লেগেছে। আজ রবিবার দুপুর সাড়ে ১২টায় সাজেক অবকাশ রিসোর্টে আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুন মুহূর্তে চারপাশে ছড়িয়ে পড়ে।

আগুনে সাজেক অবকাশ রিসোর্ট, ইকো ভ্যালি রিসোর্ট, মেঘছুট রিসোর্ট, মনটানা রেস্টুরেন্ট, মারুয়াতি রেস্টুরেন্টসহ ১০টি রিসোর্ট-কটেজ ও ১৪টি দোকান পুড়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

সর্বশেষ বিকেল পৌনে ৩টার দিকে স্থানীয় যতীন ত্রিপুরা বলেন, এখনো আগুন জ্বলছে। খুবই ভয়াবহ অবস্থার মধ্যে পড়েছি। অনেকগুলো কটেজ রিসোর্ট দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আগুন লাগার প্রকৃত কারণ নিশ্চিত না বলে তিনি জানান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দিঘিনালা থেকে ফায়ার সার্ভিসের একটি দল রওনা হয়েছে। স্থানীয়দের সঙ্গে নিয়ে আগুন নেভাতে কাজ করছে সেনাবাহিনীর বাঘাইহাট জোন ২৭ ও ৫৪ বিজিবির জোয়ানরা। এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer