Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ২১ ১৪৩১, বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫

ইটভাটা মালিকদের হয়রানি বন্ধ সহ  ৬ দফা দাবিতে স্মারকলিপি প্রদান 

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:৫১, ৪ মার্চ ২০২৫

প্রিন্ট:

ইটভাটা মালিকদের হয়রানি বন্ধ সহ  ৬ দফা দাবিতে স্মারকলিপি প্রদান 

ছবি- সংগৃহীত

হয়রানি বন্ধসহ ৬ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে যশোর ইট প্রস্তুতকারী মালিক সমিতি। মঙ্গলবার দুপুর ১২টায় জেলার আট উপজেলার নির্বাহী অফিসারের মাধ্যমেও এ স্মারকলিপি দেন নেতৃবৃন্দ। 

মঙ্গলবার সকাল থেকেই যশোর সদর উপজেলা পরিষদসহ সকল উপজেলা পরিষদে শত শত ইটভাটা মালিক ও শ্রমিক অবস্থান‌ নেয়। এসময় তারা সেখানে তাদের দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ করতে থাকেন। এসময় জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি কাজী নাজির হোসেন মুন্নু বলেন, ইট শিল্পের সঙ্গে প্রায় ৫০ লাখ শ্রমিক কর্মচারী জড়িত। বিভিন্ন সময় অভিযানের নামে বিভিন্ন ইটভাটায় হানা দিয়ে জেল ও জরিমানা আদায় করা হচ্ছে। এখন সরকার নানা অজুহাতে ইটভাটা বন্ধের চক্রান্ত করছে। এটি কখনও হতে দেয়া হবেনা বলে তিনি জানান। তিনি ইট প্রস্তুত ও ভাটা স্থাপন ছাড়পত্র ও লাইসেন্স প্রাপ্তির জটিলতা নিরসনের জন্য তাদের ৬ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান। পরে তারা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন। 

স্মারকলিপি প্রদানকালে অন্যান্যর মধ্যে যশোর জেলা ইট প্রস্ততকারী সমিতির সাধারণ সম্পাদক সেলিম রেজা বাবুল, সদর উপজেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন। 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer