
ফাইল ছবি
সাভারের আশুলিয়া থানার নয়ার হাট বাজারে গুলি ছুড়ে ও ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের হাতে নিহত হয়েছেন দোকান মালিক দিলীপ দাস।
প্রত্যক্ষদর্শীরা জানান, ৯ মার্চ রাত ৯টার দিকে বাজারের সেলু ঘাটে দিলীপ স্বর্ণালয়ে ৭-৮ জনের একদল ডাকাত ককটেল বিস্ফোরণ ও গুলি ছুড়ে ভেতরে প্রবেশ করে। দোকানের ভেতরে এ সময় দিলীপ দাস ও তার স্ত্রী ছিলেন। তাদের জিম্মি করে ডাকাতদল স্বর্ণালংকার ও টাকা পয়সা লুটপাট চালায়। পাশ্ববর্তী কয়েকজন বিষয়টি দেখতে পেয়ে বাধা দেয়ার চেষ্টা করে। এতে ক্ষিপ্ত হয়ে ডাকাতরা দোকান মালিক দিলীপ দাসকে রাম দা দিয়ে এলোপাথারি কোপায়।
নিহতের ভাই কৃষ্ণ দাস জানান, গুরতর আহত অবস্থায় দিলীপ দাসকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
আশুলিয়া থানার ওসি মনিরুল ইসলাম ডাবলু জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।