Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ৪ ১৪৩১, বুধবার ১৯ মার্চ ২০২৫

মসজিদে ঢুকে ৩ জনকে হত্যা : আহত আরেকজনের মৃত্যু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:২৪, ১৮ মার্চ ২০২৫

প্রিন্ট:

মসজিদে ঢুকে ৩ জনকে হত্যা : আহত আরেকজনের মৃত্যু

ফাইল ছবি

মাদারীপুরে মসজিদে ঢুকে তিন জনকে কুপিয়ে হত্যার ঘটনায় আহত তাজুল হাওলাদার (১৯) নামে এক কিশোর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক।

হামলায় নিহত অপর তিন জন হলেন সাইফুল সরদার (৩৩), আতাউর সরদার (৩৫) ও পলাশ সরদার (১৮)।

এরআগে, ৮ মার্চ সকালে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নে কীর্তিনাশা নদীর বালু ব্যবসা নিয়ে বিরোধের জেরে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে। স্থানীয় সাইফুল সরদারের বাড়িতে হামলা চালিয়ে দুর্বৃত্তরা তাকে ও তার দুই ভাইকে হত্যা করে। প্রাণ বাঁচাতে তারা মসজিদে আশ্রয় নিলে সেখানেই তাদের কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় এজাহারভুক্ত ৪৯ জনসহ ৮০ থেকে ৯০ জন অংশ নেয়। হামলার সময় চারটি বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়।

এ ঘটনায় হওয়া মামলার প্রধান আসামি মো. হোসেন সরদারকে (৬০) গ্রেফতার করেছে র‍্যাব।

গত ১১ মার্চ গভীর রাতে র‍্যাব-৮ ও র‍্যাব-৪-এর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে ঢাকার আশুলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে। একই মামলায় শরীয়তপুর থেকে সুমন সরদার (৩৩) নামে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer