Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ৭ ১৪৩১, শনিবার ২২ মার্চ ২০২৫

মোংলায় বাণিজ্যিক জাহাজে ডাকাতির চেষ্টা : ৫ জলদস্যু আটক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:২৮, ২২ মার্চ ২০২৫

প্রিন্ট:

মোংলায় বাণিজ্যিক জাহাজে ডাকাতির চেষ্টা : ৫ জলদস্যু আটক

ছবি- সংগৃহীত

মোংলা বন্দরে অবস্থান করা একটি বাণিজ্যিক জাহাজে লুটের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও মাদকসহ ‘সুমন বাহিনী’র পাঁচ সক্রিয় দস্যুকে আটক করেছে কোস্ট গার্ড।

শুক্রবার  রাতে বন্দরের পশুর চ্যানেল থেকে একটি ট্রলারসহ তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, মো. জনি (১৯), মো. আলিরাজ (২৫), স্বপন মুন্সী (৪০), মো. আজিম (২৬) ও মো. মেজবাহ (১৯)। তারা সবাই মোংলা ও খুলনার কয়রা থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।

কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, নতুন করে গড়ে ওঠা কুখ্যাত ‘সুমন বাহিনী’র একটি দল পণ্য বোঝাই বাণিজ্যিক জাহাজে ডাকাতির উদ্দেশ্যে মোংলা থেকে হারবারিয়ার দিকে যাচ্ছে। এ তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড পশ্চিম জোনের একটি দল মোংলার ভদ্রা ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় অভিযান চালায়।

অভিযানের সময় একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত ট্রলারকে থামানোর নির্দেশ দেয়া হলে সেটি দ্রুত চালিয়ে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে ট্রলারটি আটক করা হয়। তল্লাশি চালিয়ে ট্রলার থেকে ১২টি দেশীয় অস্ত্র, বেশ কয়েকটি ইয়াবা ট্যাবলেট, ২৫ গ্রাম গাঁজা এবং ‘সুমন বাহিনী’র পাঁচ দস্যুকে আটক করা হয়।

কোস্ট গার্ড জানায়, আটকদের বিরুদ্ধে মোংলা ও কয়রা থানায় একাধিক চুরি, মাদক ও মারামারির মামলা রয়েছে এবং তারা সবাই এসব মামলার এজাহারভুক্ত পলাতক আসামি।

আটককৃতদের জব্দকৃত আলামতসহ আইনি প্রক্রিয়ার জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় কোস্ট গার্ডের নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer