Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ৭ ১৪৩১, শনিবার ২২ মার্চ ২০২৫

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে বান্দরবানে দুই যুবক আহত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৪৪, ২২ মার্চ ২০২৫

প্রিন্ট:

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে বান্দরবানে দুই যুবক আহত

ফাইল ছবি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত হয়েছেন।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ঘুমধুম-কক্সবাজার সীমান্তসংলগ্ন ভাজাবুনিয়া গ্রামের চিতারখূম এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—ঘুমধুম ৩নং ওয়ার্ডের বাসিন্দা নুরুল কবিরের ছেলে মোহাম্মদ জাহাঙ্গীর (২০) এবং ভাজাবুনিয়া গ্রামের রোহিঙ্গা নাগরিক আব্দুল হাকিমের ছেলে মো. হোসাইন (২৭)

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, জাহাঙ্গীর ও হোসাইন কাঁটাতার পেরিয়ে শূন্যরেখায় প্রবেশ করলে মিয়ানমার সেনাদের দিক থেকে গুলি ছোড়া হয়। এতে তারা দুজন গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় চোরাচালানের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম বলেন, ‘ঘুমধুম সীমান্তে দুজন গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়েছি। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। তারা কেন সীমান্তে গিয়েছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। চোরাচালানের সঙ্গে সম্পৃক্ততা আছে কিনা, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।’
 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer