
ছবি- সংগৃহীত
গাজীপুরের শ্রীপুরে এক শ্রমিককে মারধরের প্রতিবাদ ও বিচারসহ ১২ দফা দাবিতে দেড় ঘণ্টারও বেশি সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা। আজ শনিবার দুপুর দেড়টা থেকে উপজেলার নয়নপুর এলাকায় এক্সিস নিটওয়্যার লিমিটেড কারখানার প্রায় দুই হাজার শ্রমিক এ অবরোধে অংশ নেয়। ওই সময় মহাসড়কে তারা বিক্ষোভ করে।
পরে বিকেল প্রায় পৌনে তিনটার দিকে সেনাবাহিনী, থানা ও শিল্প পুলিশ ঘটনাস্থল পৌঁছে ‘দোষী’ ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় তারা।
আন্দোলনে অংশ নেওয়া শ্রমিকরা জানায়, মোশারফ হোসেন নামে একজন অপারেটর অসুস্থতার কারণে কয়েকদিন অনুপস্থিত ছিলেন। সুস্থ হওয়ার পর আজ তিনি কাজে ফেরেন। সকাল ১১টার দিকে প্রকৃতির ডাকে শৌচাগারে গিয়েছিলেন। শৌচাগারে সময় বেশি কাটানো হয়েছে বলে অভিযোগ তুলে সুপারভাইজার আল আমিনকে গালাগাল করেন।
একপর্যায়ে তাকে মারধর করা হয়। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে ওই এলাকার তানিয়া হাসপাতালে নিয়ে যায় সহকর্মীরা। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ খবর ছড়িয়ে পড়লে কারখানাটির সুপারভাইজার আল আমিনের শাস্তির দাবিতে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠে।
তারা একযোগে কর্মবিরতি ঘোষণা করে কারখানার ভেতর বিক্ষোভ করছিল। একপর্যায়ে দুপুর দেড়টার দিকে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেয়।
আান্দোলনে অংশ নেওয়া ইমন, দেলোয়ার ও খায়রুল জানান, সেখানে তারা ১২ দফা দাবি তুলে অবিলম্বে তা বাস্তবায়নের দাবি করেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সড়কে অবস্থান নিয়ে শ্রমিকরা বিক্ষোভ ও নানা স্লোগান দিচ্ছিল। খবর পেয়ে সেনাবাহিনী, থানা ও শিল্প পুলিশ ঘটনাস্থল পৌঁছান।
মাওনা মহাসড়ক (হাইওয়ে) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, ‘শ্রমিকরা যে দাবিগুলো করেছে তা নিয়ে আলোচনা করার আশ্বাস দেওয়া হলে বিকেল পৌনে তিনটার দিকে তারা (শ্রমিক) মহাসড়ক থেকে সরে যায়। এছাড়া একজন শ্রমিককে মারধর করার ঘটনায় ‘দোষী’ ব্যক্তির বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেওয়া হয়েছে।’