Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ৮ ১৪৩১, রোববার ২৩ মার্চ ২০২৫

কেরানীগঞ্জে বালু ব্যবসায়ীকে গুলি করে হত্যা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:০৫, ২২ মার্চ ২০২৫

প্রিন্ট:

কেরানীগঞ্জে বালু ব্যবসায়ীকে গুলি করে হত্যা

ফাইল ছবি

ঢাকার কেরানীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবায়ের হোসেন (৩২) নামে এক বালু ব্যবসায়ীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় কমপক্ষে ১০-১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

শনিবার সকাল সাড়ে ১১টায় গোলামবাজার এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে যুবায়ের হোসেনের লাশ উদ্ধার করে মিটফোর্ড মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, গোলামবাজার মোল্লা গ্রুপের সাথে বালু ব্যবসায়ী যুবায়ের হোসেনের দ্বন্দ্ব চলছিল দীর্ঘদিন ধরে। শনিবার সকালে মোল্লা গ্রুপ যুবায়ের হোসেনের ওপর হামলা চালায়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। মোল্লা গ্রুপের লোকজন গুলি, বোমা ও ধারালো অস্ত্র নিয়ে পুরো গোলামবাজার জিম্মি করে। এ সময় যুবায়ের হোসেনকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মো. মাজহারুল ইসলাম বলেন, গোলামবাজার এলাকায় সংঘর্ষ হয়েছে। যুবায়ের হোসেন নামে যুবক খুন হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer