Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১০ ১৪৩১, বুধবার ২৬ মার্চ ২০২৫

বকেয়া বেতন না দিয়ে হঠাৎ কারখানা বন্ধ : শ্রমিকদের বিক্ষোভ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:২২, ২৫ মার্চ ২০২৫

প্রিন্ট:

বকেয়া বেতন না দিয়ে হঠাৎ কারখানা বন্ধ : শ্রমিকদের বিক্ষোভ

ছবি- সংগৃহীত

বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কামরাঙ্গীচালা এলাকায় একটি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টা থেকে এক ঘণ্টা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখেন শ্রমিকেরা। পরে তারা সড়ক থেকে সরে যান।

কামরাঙ্গীচালা এলাকার ‘হ্যাগ নীট ওয়্যার’ কারখানায় তিন শতাধিক শ্রমিক কাজ করেন। কারখানার শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, শ্রমিকেরা বেশ কয়েকদিন ধরে জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের বেতন ও ঈদের বোনাসের দাবি জানিয়ে আসছেন। কিন্তু কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করেননি। আজ সকাল ৭টার দিকে শ্রমিকেরা কাজে গিয়ে দেখেন, কারখানার ফটকে তালা ঝুলছে। কারখানা বন্ধ দেখতে পেয়ে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ, থানা–পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেন। সকাল সাড়ে ৮টা থেকে আবার যানবাহন চলাচল শুরু হয়। সকাল ৯টার দিকে শ্রমিকদের কারখানার সামনে অবস্থান করতে দেখা যায়।

কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুস সেলিম গণমাধ্যমকে বলেন, শ্রমিকদের সঙ্গে কথা বলে মহাসড়ক থেকে তাদের সরিয়ে দেওয়া হয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক আছে। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা হচ্ছে; তাদের এনে শ্রমিকদের বেতন দেওয়ার ব্যবস্থা করা হবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer