Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৬ ১৪৩১, সোমবার ৩১ মার্চ ২০২৫

বনানীতে পোশাকশ্রমিক বহনকারী বাস উল্টে আহত ৪২

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:০০, ২৮ মার্চ ২০২৫

প্রিন্ট:

বনানীতে পোশাকশ্রমিক বহনকারী বাস উল্টে আহত ৪২

ছবি- সংগৃহীত

রাজধানীর বনানীতে আজ শুক্রবার ভোরে পোশাককারখানার শ্রমিকদের বহনকারী একটি বাস উল্টে যায়। এতে ৪২ জন পোশাকশ্রমিক আহত হন। তাঁদের মধ্যে ছয়জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও একজনকে পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার বলেন, আজ ভোর সাড়ে পাঁচটার দিকে বনানী এলাকার প্রধান সড়কে এ ঘটনা ঘটে। পূর্বাচল অ্যাপারেলস লিমিটেড নামের পোশাককারখানার শ্রমিকদের নিয়ে পরিস্থান পরিবহনের বাসটি ঢাকা থেকে গাজীপুরের কালীগঞ্জে যাচ্ছিল। চালক বেপরোয়া গতিতে বাসটি চালাচ্ছিলেন। একপর্যায়ে তিনি নিয়ন্ত্রণ হারান। বাসটি উল্টে গেলে ৪২ শ্রমিক আহত হন।

ওসি রাসেল সারোয়ার আরও বলেন, আহত ব্যক্তিদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ৩৫ জনকে ছেড়ে দেওয়া হয়। একজনের হাত ভেঙে যাওয়ায় তাঁকে শেরেবাংলা নগর এলাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) স্থানান্তর করা হয়। অন্য ছয়জনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

পূর্বাচল অ্যাপারেলস লিমিটেডের মহাব্যবস্থাপক মো. কামাল হোসেন  বলেন, তাঁরা মাসিক ভাড়ায় বাসটি নিয়ে ঢাকা থেকে পোশাকশ্রমিকদের আনা-নেওয়া করেন। আহত শ্রমিকদের কারখানার পক্ষ থেকে চিকিৎসার খরচ বহন করা হচ্ছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer