
ফাইল ছবি
ময়মনসিংহ নগরীর ব্যস্ততম এলাকা বহুতল ভবনের ছাদ থেকে ‘লাফিয়ে পড়ে’ অজ্ঞাত এক তরুণীর মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
নগরীর গাঙ্গিনারপাড় মোড়ের বর্ণালী টাওয়ারে শুক্রবার দুপুর ১টা ১৪ মিনিটে এ ঘটনা ঘটে।
সিসিটিভি ফুটেজ দেখে প্রত্যক্ষদর্শীরাজানান, দুপুর ১টা ১১ মিনিটে নীল জামা পরিহিত এক তরুণী ভবনে প্রবেশ করেন। পরে লিফটের মাধ্যমে ভবনের ছাদে চলে যান। দুপুর ১টা ১৪ মিনিটে ওই তরুণী লাফিয়ে নিচে পড়ে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খান বলেন, ওই তরুণীর মরদেহ (২২-২৩ বছর) উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় নিশ্চিতের জন্য আমরা সিআইডি এবং অন্যান্য সংস্থার সহযোগিতা নিচ্ছি। তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।