
ফাইল ছবি
সাভারে রুবেল (৩০) নামে এক নৈশপ্রহরীকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঈদের দিন সোমবার গভীর রাতে সাভার পৌর এলাকার বাঁশপট্টি মহল্লায় এ ঘটনা ঘটে।নিহত রুবেল বরিশাল জেলার খলিফার ছেলে। তিনি সাভার পৌর এলাকার বাঁশপট্টি মহল্লার মনিরের মালিকাধীন বাড়িতে ভাড়া থাকতেন।
নিহতের স্ত্রী রহিমা বেগম বলেন, রুবেল দুই মাস ধরে সাভারের বাঁশপট্টি এলাকার রাতে নৈশপ্রহরীর কাজ করে আসছিলেন। সোমবার দিবাগত রাত ১টার দিকে রুবেলের মোবাইলে একটি ফোন আসে। এরপরে সে বাসা থেকে বের হয়ে যায়। তার কিছু সময় পরেই বাসায় খবর আসে রুবেলকে গুলি করা হয়েছে।
পরে স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন, যোগ করেন রহিমা বেগম।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. হরনাথ সরকার অর্নব বলেন, রুবেলকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার মুখে বুলেটের গভীর ক্ষত রয়েছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।