Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৯ ১৪৩১, বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫

লক্ষ্মীপুরে বাড়িতে ঢুকে দুর্বৃত্তের গুলি: ৬ বছরের শিশু আহত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৮:২০, ২ এপ্রিল ২০২৫

প্রিন্ট:

লক্ষ্মীপুরে বাড়িতে ঢুকে দুর্বৃত্তের গুলি: ৬ বছরের শিশু আহত

ফাইল ছবি

লক্ষ্মীপুরে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে আবিদা ইসলাম নামে ছয় বছরের এক শিশু আহত হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের কাশিপুর কাচারিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আবিদা কাশিপুর এলাকার ইব্রাহিম হোসেন ও আমেনা বেগম দম্পতির মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বশিকপুরের কাচারি বাড়ির আওয়ামী লীগ কর্মী ওহিদ ঈদের আগের দিন নিজ বাড়িতে আসেন। ওই এলাকার কয়েকজন যুবক গিয়ে তাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলেন। এরপরও তিনি যাননি। আজ সন্ধ্যায় সন্ত্রাসীরা তার বাড়িতে গিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা।
 
এ সময় সময় ওহিদের মেয়ের সঙ্গে তার ভাতিজি আবিদা খেলছিল। দুর্বৃত্তরা ওহিদকে লক্ষ্য গুলি করলেও তার ভাতিজির পেটে বিদ্ধ হয়।

আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে সদর হাসপাতালে নেন স্বজনরা। প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।
 
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পীযুষ চন্দ্র দাস বলেন, ‘গুলিবিদ্ধ অবস্থায় একটি শিশুকে হাসপাতালে আনা হয়েছে। তার পেটে গুলি লেগেছে। প্রাথমিক চিকিৎসা শেষে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।’
 
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাউছার হামিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer