Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ২৩ ১৪৩১, সোমবার ০৭ এপ্রিল ২০২৫

শাহবাগে আগুন : পুড়েছে ফুলের ৮ দোকান

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৪৯, ৬ এপ্রিল ২০২৫

প্রিন্ট:

শাহবাগে আগুন : পুড়েছে ফুলের ৮ দোকান

ছবি- সংগৃহীত

শাহবাগের অগ্নিকাণ্ডে ফুলের ৮টি টিনশেড দোকান পুড়ে গেছে। শনিবার রাত ১১টা ২০ মিনিটে সংঘটিত অগ্নিকাণ্ড ফায়ার সার্ভিসের কর্মীরা নেভাতে সক্ষম হন। বৈদ্যুতিক গোলযোগ থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে জানানো হয়, শনিবার রাত ৯টা ৫৩ মিনিটে আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে পলাশী ও সিদ্দিকবাজার স্টেশন থেকে ৫টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। এরপর ১০টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে, আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা যায়।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা জেলার সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সম্ভবত বৈদ্যুতিক গোলযোগ থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত।’

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ‘বেলুন ফোলানোর হিলিয়াম অথবা হাইড্রোজেন গ্যাসের সিলিন্ডার ছিল। তাই সাবধানতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনতে হয়েছে। তবে কোনো রকমের বিস্ফোরণের ঘটনা ঘটেনি।’

ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, শাহবাগ মোড় থেকে শিশুপার্কের দিকে যাওয়ার পথে ফুলের বেশ কয়েকটি দোকানে আগুন দেখতে পান তারা। তাৎক্ষণিকভাবে সবাইকে বেরিয়ে যেতেও সহায়তা করেন তারা।

এদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মনির হোসেন বলেন, ‘আমাদের ৫ দোকানের সবগুলোই পুড়ে গেছে। সব স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেল আমার।’ আগুনের সূত্রপাতের বিষয়ে জানতে চাইলে এই ব্যবসায়ী বলেন, ’এখানে বেশির ভাগই গ্যাস সিলিন্ডারে বেলুন ফোলানো হয়। সেখান থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।’

গতকাল শনিবার দিবাগত রাত ১২টা ৫৩ মিনিটে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের মোবিলাইজিং অফিসার রাকিবুল হাসান গণমাধ্যমকে বলেন, ‘আগুনে ৮টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১ লাখ টাকা। ক্ষতিগ্রস্ত দোকানগুলো থেকে বেশ কিছু নগদ অর্থ উদ্ধার হয়েছে।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer