Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৪ ১৪৩২, শনিবার ১৯ এপ্রিল ২০২৫

সাভারে আবার দিনেদুপুরে বাসে ডাকাতি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৮:৩২, ১২ এপ্রিল ২০২৫

প্রিন্ট:

সাভারে আবার দিনেদুপুরে বাসে ডাকাতি

ছবি- সংগৃহীত

সাভারে দিনদুপুরে চলন্ত বাসে চালককে জিম্মি করে আবারও ছিনতাই করা হয়েছে নারী যাত্রীদের স্বর্ণালংকার। শুক্রবার দুপুরে সাভারের পুলিশ টাউন এলাকায় একটি সেতুর ওপর ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকামুখী লেনে সাভার পরিবহন লিমিটেডের একটি বাসে এ ঘটনা হয়। ছিনতাইকারীরা তিন নারীর স্বর্ণালংকার ছিনতাই করে।

বাসের কয়েকজন যাত্রী জানান, গাজীপুরের চন্দ্রা থেকে একটি বাস সদরঘাটের উদ্দেশে রওনা হয়। পরে বাসে যাত্রীবেশে থাকা তিন থেকে চার ছিনতাইকারী ধারালো ছুরি বের করে চালককে বাস থামাতে বাধ্য করে। এরপর নারী যাত্রীদের কাছ থেকে ছিনতাই শুরু করে। অলংকার লুট করে দ্রুত বাস থেকে নেমে যায় তারা।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer