Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩২, শনিবার ১৯ এপ্রিল ২০২৫

পাগলা মসজিদের দানবাক্সে মিললো ৯ কোটি ১৮ লাখ টাকা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:১৫, ১২ এপ্রিল ২০২৫

প্রিন্ট:

পাগলা মসজিদের দানবাক্সে মিললো ৯ কোটি ১৮ লাখ টাকা

ছবি- সংগৃহীত

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার মিললো রেকর্ড ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭ টাকা। এছাড়াও পাওয়া গেছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার।

শনিবার গণনা শেষে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।এবার ২৮ বস্তা টাকা দশ ঘন্টা গণনা শেষে এই পরিমাণ অর্থ ও সঙ্গে স্বর্ণ-রূপার গহনাসহ বিভিন্ন দেশের মুদ্রা পাওয়া গেছে।

কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক জেসমিন আক্তার জানান, দানবাক্স খুলে এবার নয় কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭ টাকা পাওয়া গেছে।

এর আগে গত বছরের ৩০ নভেম্বর মসজিদটির নয়টি দানবাক্স খুলে ২৯ বস্তা টাকা পাওয়া গিয়েছিল। তখন রেকর্ড ৮ কোটি ২১ লাখ ৩৪ হাজার ৩০৪ টাকা পাওয়া যায়।

টাকা ছাড়াও মসজিদটিতে নিয়মিত হাঁস-মুরগি, গরু-ছাগলসহ বিভিন্ন ধরনের জিনিসপত্র দান করেন বিভিন্ন জেলা থেকে আসা অসংখ্য মানুষ।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer