Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩২, শনিবার ১৯ এপ্রিল ২০২৫

চট্টগ্রামের ডিসি হিলে হবে না বর্ষবরণের অনুষ্ঠান

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:০৯, ১৩ এপ্রিল ২০২৫

প্রিন্ট:

চট্টগ্রামের ডিসি হিলে হবে না বর্ষবরণের অনুষ্ঠান

ছবি- সংগৃহীত

মঞ্চ ভাঙচুরের পর চট্টগ্রামের ডিসি হিলে বর্ষবরণের দিনব্যাপী অনুষ্ঠানমালা না করার ঘোষণা দিয়েছে ‘সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ’।

পরিষদের সমন্বয়কারী সুচরিত দাশ খোকন রোববার রাতে বলেন, “মঞ্চ ভাঙচুর করার পর আমরা আয়োজকরা মিলে সিদ্ধান্ত নিয়েছি অনুষ্ঠান না করার।”তিনি বলেন, “আমরা প্রোগ্রাম করব না। হামলা এবং প্রশাসনের অসহযোগিতার কারণে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। অনুষ্ঠান না করার সিদ্ধান্তটি আমরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কে জানিয়ে দিয়েছি।”

বর্ষবরণের প্রস্তুতির মধ্যেই রোববার সন্ধ্যা সোয়া ৭টার দিকে নগরীর বৌদ্ধ মন্দির সংলগ্ন ডিসি হিলে অনুষ্ঠান মঞ্চ ভাঙচুর করে একদল লোক।

সুচরিত দাশ খোকন বলেন, “সোমবার সকাল থেকেই আমাদের বর্ষবরণ অনুষ্ঠান শুরুর কথা। সে অনুযায়ী মঞ্চ থেকে আনুষঙ্গিক সকল প্রস্তুতি আমরা সম্পন্ন করে ফেলেছিলাম। এর মধ্যে সন্ধ্যার কিছু আগে ৪০ থেকে ৫০ জন যুবক এসে আমাদের অনুষ্ঠান মঞ্চে হামলা করে।”

চট্টগ্রাম কোতয়ালি থানার ওসি মো. আবদুল করিম বলেন, “আগে থেকেই অনুষ্ঠানস্থলে আমাদের ফোর্স ছিল। সন্ধ্যার দিকে কিছু দুর্বৃত্ত হামলার চেষ্টা করলেও আমরা প্রতিহত করেছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।”

ওসি ভাঙচুর প্রতিহত করার কথা বললেও ঘটনাস্থলের ছবিতে দেখা যায় চেয়ার ও মঞ্চের কাঠামো ভেঙে পড়ে আছে, প্যান্ডেলের কাপড় ও প্যানাফ্ল্যাক্সের ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer